মালয়েশিয়া উদ্বোধন হলো বিমানবন্দরে প্রথম ডিজিটাল গ্রন্থাগা

মালয়েশিয়া সাবাহ সারোয়ার রাজ্যের কোটা কিনাবালু আন্তর্জাতিক বিমানবন্দরে এ গ্রন্থাগার উদ্বোধন করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী দাতুক ইয়াকুব খান এই গ্রন্থাগারটি উদ্বোধন করেন। উন্মুক্ত ডিজিটাল এই গ্রন্থাগার দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসু ও পাঠক বৃন্দ।

গ্রন্থাগারটিতে ডাটা ডিজিটাল রুপে স্টোর করে সমস্ত ডাটা বিভিন্ন কম্পিউটার এর সাহায্য অ্যাক্সেস করা হয়।

ব্যবহারকারীরা ওয়েবসাইট অনুসন্ধানের জন্য ইন্টারফেস ব্যবহার করে ডিজিটাল লাইব্রেরীতে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। ডিজিটাল গ্রন্থাগারে ব্রাউজিং, অনুসন্ধান ও নেভিগেশনকে সমর্থন করে এমন একটি ইন্টারফেস দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীর জন্য হবে।

গ্রন্থাগারের পরিচালক ফাতিমা আবদিল্লাহ বলেন, আমাদের গ্রন্থাগারটিতে ডাটাবেস সিস্টেম লিবি অ্যাপ, ই- রিডার অ্যাপ এবং মালয়েশিয়া জাতীয় লাইব্রেরি থেকে ৮২ বিলিয়নেরও বেশি ডিজিটাল রিডিং উপকরণ রয়েছে।

ব্যবাহারকারীরা বিনামূল্যে তাদের মোবাইল ডিভাইস থেকে বই গুলো পড়তে পারবেন!