মালয়েশিয়া একঝাঁক নারী উদ্যোগক্তার আয়োজন পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস
সুন্দর বর্তমান ও আগামীর জন্য সমতা দরকার, যা ভবিষৎ এর জন্য মঙ্গল, এই অভিপ্রায় নিয়ে মঙ্গলবার বার ৮ মার্চ কুয়ালালামপুর মেরি জেনে রেষ্টুরেন্ট এগার জন নারী যারা দেশের গন্ডি পেরিয়ে নারী অধিকার ও সমতা নিয়ে কাজ করছেন তাদের সমন্বয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবানে ছিলেন, নুসরাত শামরীন ও তাহনিমা বারী রিনি এডিটর রেড লাইভ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিঙ্গার ড. মহুয়া রায় চৌধুরী, ইউটি এ আর মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক ড. রুবিনা বাহার,ইউনিভার্সিটি অব মালয়ার সিনিয়র লেকচারার ড. তানিয়া ইসলাম, এআই এম এসটি মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব মেডিসিন বিভাগের সিনিয়র লেকচারার ড. তাহমিনা মনোয়ার, নারী উদ্যোগক্তা মালয়েশিয়া হায়াত খান, ফার্মাসিস্ট নিয়ান সাহা,আশা হোসেন, রহমান তন্দ্রা।
এসি নুশরাত শারমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশ্বের সকল নারীর জন্য শুভকামনা জানান আয়োজকেরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।