বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট শাখার একজন কর্মচারী মৃত্যুতে দূতাবাস সহ বাংলাদেশী বিভিন্ন কমিউনিটি ও প্রবাসীদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় ১৩ জুন সকাল ৯ টায় বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাই ফেসবুক আইডিতে দূতাবাস প্রাধান রুহুল আমিন স্বাক্ষরিত এ শোক বার্তা প্রকাশ করা হয়।
এ শোক বার্তা উল্লেখ করা হয় যে, বাংলাদেশ হাই কমিশনের কর্মচারী জনাব মোঃ হারুনর রশীদ গহীন ১২ জুন ২০২১ তারিখ সকাল ০৮.৫০ ঘটিকায় মৃত্যু বরণ করছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর এবং তিনি কোভিট -১৯ আক্রান্ত ছিলেন।
মরহুম জনাব মোঃ হারুনর রশীদ প্রায় ৪ দশক কাল ধরে অত্যান্ত সুনাম ও নিষ্ঠার সাথে বাংলাদেশ হাইকমিশনে নিরলসভাবে কাজ করে গেছেন।
তিনি একজন পরিশ্রমী সৎ,মৃদু ভাষী ও বিনয়ী ব্যাক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে মান্যবর বাংলাদেশ হাইকমিশনার সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।