মালয়েশিয়া গাড়ি চাপায় নিহত ৬ রোহিঙ্গা

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।
মালয়েশিয়া বন্দিশিবিরে দাঙ্গা দেখা দিলে পালিয়ে যাওয়ার সময় ৬ রোহিঙ্গা গাড়ি চাপায় নিহত হয়।

বন্দিশিবির থেকে পালিয়ে গেছে ৬০০ রোহিঙ্গা শরণার্থী, ছয় শত রোহিঙ্গা শরণার্থী একটি মহা সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ি চাপা পরে মারা যায় ৬ জন নিহতদের মধ্যে দুই জন শিশু । এর মধ্যে অনেকে আহত হন।

বুধবার ভোরে (২০ এপ্রিল) মালয়েশিয়া বন্দিশিবিরে এ ঘটনা ঘটে। বন্দীশিবির থেকে পালিয়ে যাওয়া সকলে মিয়ানমারের নাগরিক বলে জানান মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বুধবার ভোরে দাঙ্গা দেখা দিলে দেশটির উত্তর এলেকা পেনাং প্রদেশের সুঙ্গাই বাকাপ অস্থায়ী অভিবাসন বন্দিশিবির থেকে মোট ৫৮২ জন রোহিঙ্গা শরণার্থী পালিয়ে যায়। নিরাপত্তা গ্রিল ভেঙে পালিয়ে যাওয়ার সময় ৩৬২ জন রোহিঙ্গাকে ইতিমধ্যে আটক করা হয়েছে।

মালয়েশিয়া কেদাহ প্রদেশের পুলিশ প্রাধান ওয়ান হাসান ওয়ান আহমেদ সরাসরি সম্প্রসারিত একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ৬ রোহিঙ্গা মৃত্যুর ঘটনা ঘটে বন্দী শিবির থেকে ৮ কিলোমিটার দূরে।

তবে জাতিগত ভাবে নিপিড়ীত রোহিঙ্গারা মালয়েশিয়া বন্দী শিবিরে থাকলেও মালয়েশিয়া তাদের রোহিঙ্গা শরণার্থী দেয় না।