মালয়েশিয়া জোর করে শ্রম আদায়, হুংকার মন্ত্রী।

মালয়েশিয়া বিশেষ করে অভিবাসী কর্মীদের জোর করে কাজ করানো ও বিভিন্ন শারীরিক মানসিক নির্যাতন অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ের ইন্দোনেশিয়ার এক গৃহকর্মীর উপর নির্যাতনের অভিযোগ এসেছে। গৃহকর্মী কুয়ালালামপুর বাতু কেভ এলেকায় ইন্ডিয়ান তামিল এক মালিকের বাড়িতে কাজ করতেন। জানা যায় ২০১৯ সাল থেকে গৃহ কর্মীর বেতন নেয়নি, মালিকের কাছে তিনি মোট ৩২ হাজার রিংগিত পেতে গেছেন। পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে।

দেশটির মানব সম্পদ মন্ত্রী এম এ সারাভানান রাষ্টীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক বৃবিতিতে বলেন দেশী বা বিদেশি কর্মীদের জোর করে কাজ করে নেওয়ার বা শারীরিক মানসিক নির্যাতন করার অভিযোগ সত্য হলে চলতি আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হবে।

এদিকে মালয়েশিয়া অভিবাসী কর্মীদের জোর পূর্বক শ্রম আদায় ও শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ প্রমানিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করায় নিষেধাজ্ঞা আরোপ করে।