• মালয়েশিয়া টুরিস্টদের জন্য আন্তর্জাতিক সিমান্ত খোলার প্রস্তুতি চলছে / ইমিগ্রেশ

আন্তর্জাতিক সিমান্ত খোলার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া সরকার। সব ধরনের আন্তর্জাতিক প্রবেশ পথ খোলা থাকবে। শনিবার রাতে জোহর ইমিগ্রেশন বিভাগের সাথে যৌথ অভিযানের সময়, ইমিগ্রেশন এর মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি এস সব তথ্য দেন স্থানীয় সংবাদ সংস্থা বারনামা।
তিনি আরো জানান করোনা মহামারী মধ্যে যে সকল ইমিগ্রেশন অফিসারদের অস্থায়ী ডিপো গুলোতে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের আবার আন্তর্জাতিক সিমান্ত ফিরিয়ে আনা হচ্ছে।
এ সময় খায়রুল জাইমি আশাবাদ ব্যাক্ত করে বলেন, আগের তুলোনায় পর্যটকদের প্রবেশের পরিমাণ অনেক গুণ বৃদ্ভি পাবে। ইতিমধ্যে বিভিন্ন পর্যটন শহর ও কেন্দ্র গুলো পরিচর্যার কাজ শুরু হয়েছে।

গত ৫ মার্চ থেকে অনেক স্থানে অটো গেট গুলো সক্রিয় করা হয়েছে।

সামাজিক ভিজিট পাসের অপব্যহার যাতে না হয় সে দিকে কঠোর নজর রাখতে হবে।

জোহর বারুর অভিযানে ৬৪ জন ভারতীয় নাগরিকদের আটক করা হয়! যারা সকলে রিক্যালিব্রেশন প্রোগ্রামে অধীনে নিবন্ধিত। তাদের গ্রেফতার করা হয় অননুমোদিত সেক্টরে কাজ করার অপরাধে।

সরকারি নীতি অনুযায়ী ভারতীয় নাগরিকরা কোন কারখানায় কাজ করতে পারবে না। কাজ করতে পারবে শুধু মাত্র অনুমোদিত সেক্টরে।

এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় নেপালের তিন জন, মিয়ানমারের তিন জন, বাংলাদেশের দুই জন কর্মীকে আটোক করা হয়েছে।

আটককৃত সকলকে ইমিগ্রেশন লক-আপে নিয়ে যাওয়া হয়েছে এবং জড়িত নিয়োগকর্তাদের অভিবাসন আইনের ধারা ৫৫ ই এর অধীনে তদন্ত করা হবে।