“” এসো এক হই, অধিকারের কথা কই”” এই স্লোগান কে সামনে রেখে মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুর এ জি-টাওয়ার হোটেলে,

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,সেলাঙ্গর বিভাগ,মালয়শিয়া এর উদ্যেগে “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ “উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত সভায় জাতীয় সংগীত ও ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মোঃশফিকুল ইসলাম (সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,সেলাঙ্গর বিভাগ,মালায়শিয়ার) সভাপতিত্বে মোঃ ফয়সাল শেখ(সভাপতি-বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,শাহ-আলম সিটি,মালায়শিয়া) ও শামসুল বিন কাদের (সহ-সভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,সেলাঙ্গর বিভাগ, মালয়েশিয়া) এর সঞ্চালনার মাধ্যমে সভাটি শুরু হয়।উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃএস এম সাফায়েত হোসাইন,(যুগ্ম সাধারন সম্পাদক,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃ ক্যাপ্টেন জাকির হোসেন(কান্ট্রি ম্যানেজার, এডমাস মেরিন,এস ডি এন বিএইচডি, মালয়েশিয়া)
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃইসমাইল হোসেন (ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ)।সন্মানিত অথিতি হিসেবে ছিলেন জনাবঃতারিকুর রহমান(দপ্তর সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ) ও জনাবঃ আল -মামুন(সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ)। বিশেষ অথিতি হিসেবে ছিলেন জনাবঃজাহিদ হাসান (সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়া) ও জনাবঃশরীফ হোসেন(সাধারন সম্পাদক,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া) ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাবঃ নুরুল হক নুর (প্রধান উপদেষ্টা, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ) , জনাবঃইঞ্জিঃ কবীর হোসেন,(সভাপতি-প্রবাসী অধিকার পরিষদ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ) ও জনাবঃ বিপ্লব কুমার পোদ্দার(সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ) সভায় আরো উপস্থিত ছিলেন মোঃআমির হোসেন(সহ-সভাপতি,মালয়েশিয়া কার্যনির্বাহী সংসদ),মনিরুজ্জামান মনির(অর্থ সম্পাদক -মালায়শিয়া কার্যনির্বাহী সংসদ),খান তরিকুল(শ্রম ও অভিভাষণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ,মালয়েশিয়া), মামুন হোসেন(এরিয়া ম্যানেজার মাইডিন (কে,এল),আনোয়ার হোসেন (সভাপতি-কাজাং সিটি),রিয়াজুল ইসলাম (সাধারন সম্পাদক-শাহ-আলম সিটি) সহ প্রমূখ।