বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।

মালয়েশীয়া প্রবাসী চাঁপাইনবাবগঞ্জের ছেলে মো: সামাউল আলী বর্তমান বয়স (৫৩) বছর।
২০০৮ সালে প্ল্যান্টেশন ভিসায় মালয়েশিয়ায় এসেছিলেন। প্ল্যান্টেশন ক্ষাতে পরিশ্রমের কাজ হওয়ায়, কাজ করতেন ক্লিনারের ।

ক্লিনারের কাজ করে স্ত্রী,মা ও চার সন্তানসহ ভালই চলছিল তার সংসার ( চর জন কন্যা সন্তান) । ২০১৮ সালের ২৪ জুন কাজে থাকাবস্থায় দুর্ঘটনায় মারাত্মক আহত হন সামাউল । দুর্ঘটনায় পায়ে ভিষণ আঘাত পাওয়ায় কেটে ফেলতে হয়েছে সামাউলের দুই পা। এ দিকে দেশে থাকা সামাউলের সূখের সংসারে নেমে আসে অন্ধকার।

খুব কষ্টে অর্থ অভাবে দিন পার করছে সামাউলের পরিবার।
দুর্ঘটনারপর থেকে সাড়ে তিন বছর ধরে ক্ষতি পূরণ আদায়ে চলছে আইনী লড়াই। লইয়ারের তত্বাবধানে একটি হোটেলে অবস্থান করছেন সামাউল। কবে শেষ হবে আইনীলড়াই সামাউল নিজেই জানেনা। আশায় আশায় দিন কাটছে তার। সামাউল এর এমন খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা কাম্য করছে তার পরিবার।