মালয়েশিয়া বাংলাদেশী কর্মী অপহরণের দায়ে রিমান্ডে সা
বাংলাদেশী নির্মাণ শ্রমিকে অপহরণের দায়ে অভিযুক্ত ৭ মালায় নাগরিক কে রিমান্ডে নেয় দেশটির পুলিশ।
বৃহস্পতিবার সেলঙ্গার প্রদেশে র শাহ আলম ক্লাং এলাকা থেকে স্থানীয় সাত নাগরিক কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাত অল্প বয়সী।স্থানীয় পুলিশ প্রাধান এসিপি চা হুং ফং সাংবাদিকদের জানান, সন্দেহভাজন সাত জনের মধ্যে এক জন গত বৃহস্পতিবার রাতে ভিকটিমের মোবাইল ব্যবহার করে, মালয়েশিয়া বসবাসরত তার ছোট ভাইকে ফোন করে ৫০ হাজার রিংগিত মুক্তিপন দাবি করে।
মুক্তিপনের টাকা না দিলে বড় ভাইকে খুন করার হুমকি দেওয়া হয়।
অপহরণের এক ঘন্টা পর অপহরণেকারী কে ছোট ভাই এর বাসায় যায়। এর পর এক দিন পরে কেলাং এর একটি রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
জানা যায় মুক্তি পন টাকা আদায় করার জন্য তাকে অনেক ভাবে মারধর করা হয়।
এর পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ আরো জানান সন্দেহ ভাজন সাত জনকে আগামী ২২ ফেব্রুয়ারী পযন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।