মালয়েশিয়া চলমান লকডাইনের মধ্যে কিছু বিল্ডিং নির্মাণ সাইটের কাজ চলছে স্বাস্থ্য বিধি মেনে।

স্থানীয় সময় সকাল ১০ টায় রোজ শনিবার বিলাসবহুল বিল্ডিং নির্মাণ সাইটের ডাং ওয়াঙ্গি তে কর্মরত শ্রমিকদের আবাসন স্থল ঘুরে দেখেন ডাং ওয়াঙ্গির ও সি পিডি এসিস্ট জয়নাল আবদুল্লাহ।

তিনি এ সময় বলেন শ্রমিকদের আবাসন সুবিধা ন্যূনতম স্টান্ডার্ড আইন ১৯৯০ মেনে না চলায় পরিচালকদের বিরুদ্ধে তাদের শ্রমিকদের আবাসন পরিস্কার কারার জন্য নোটিশ জারি করা হয়।

শ্রমিকদের জীবনযাত্রার প্রয়োজনীয় মানগুলো কোন ভাবে মেটানো হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

শনিবার তিনি নির্মাণ সাইটের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সামগ্রিক ভাবে আমারা আবাসন, টয়লেট সুবিধা, নোংরা খাওয়ার জায়গা এমন কি ঘর গুলো বসবাসের উপযোগী না।।

যে কারনে আমরা কোন ভাবে পরিচালকদের উপর সন্তুষ্ট না।
এ সি পি মোহাম্মদ জয়নাল বলেন, নির্মাণের সাথে জড়িত সকল শ্রমিকের কোভিট -১৯ স্টান্ডার্ড অপারেটিং পদ্ধতি ( এ ও পি) মেনে চলবার নিশ্চিত করার পুলিশের কর্তৃত্ব রয়েছে।
সব শেষ ম্যানেজমেন্টকে শ্রমিকদের সকল সুযোগ সুবিধা উন্নতি করার পরামর্শ দেন।

এদিকে কে এল শ্রম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল ফরিজ বাহারুদিন বলেছেন জারি করা নোটিশ ব্যবস্থপনার জন্য দুই সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে।