বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।

মালয়েশিয়া ৫১ তম স্বাধীনতা  দিবস উদযাপনমালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৫১ তম বিজয় দিবস উদযাপন হয়েছে।

২৬ মার্চ শনিবার হাইকমিশনার গোলাম সারোয়ার নেতৃত্বে দিনটি পালন করা হয়।

দূতাবাস প্রাধান রুহুল আমিন এর পরিচালনায় সভাপতিত্ব করেন রাষ্ট্র দূত গোলাম সারোয়ার।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানোর সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে দূতাবাসের হল রুমে আলোচনা অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত, শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভা রাষ্ট্রপ্রতির বাণী,প্রাধান মন্ত্রীর বাণী, পরাষ্ট্র মন্ত্রীর বাণী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ২ লাখ নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত তার বক্তব্য আরো বলেন বর্তমানে বাংলাদেশ যে ভাবে এগিয়ে চলছে তাতে প্রবাসীদের অনেক, তাই রাষ্ট্র সব সময় প্রবাসীদের সেবা দিতে বদ্ধপরিকর।

আলোচনা সভায় ডেপুটি হাইকমিশনার খোরশেদ এ খাস্তগীর, মিনিস্টার ( শ্রম) নাজমুস সাদাত সেলিম, কাউন্সিলর জি এম রাসেল রানা সহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটি নেতৃত্ব উপস্থিত ছিলেন।