মাসিক বিধানসভায় আনোয়ার ইব্রাহিম আহবান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ গড়া
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯.০০ পুত্রজায়ায় মাসিক বিধানসভা অধিবেশনে প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং আহবান করেন অতীতের সকল ভুল কে ভুল হিসেবে দেখে তা শিক্ষা নিয়ে দেশ গড়ার লক্ষ্য নিয়ে সকলের এক সাথে কাজ করতে হবে।
তিনি আলেন সরকারী কর্মচারীদের দেশকে আরও ভাল দিকে নিয়ে যাওয়ার জন্য পরিবর্তনগুলি কি কি করতে হবে এবং তা দূরত্ব বাস্তবায়নের আহ্বান জানাই।
আমি মন্ত্রিপরিষদ এবং সরকারী কর্মচারীদের বিশ্বাস এবং আস্থা রেখে ভুল করি নাই, সেটা আপনারা আপনাদের কর্মে বুঝিয়েন। তাই সকলে মিলে একটি শক্ত দল হিসাবে কাজ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছি।
অতীতে ক্ষমতা কে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার সব কিছু ভুলে গিয়ে ক্ষমতা কে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান।
তিনি আরো বলেন আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত দলীয় নেতা এম পি মন্ত্রী বা বেসামরিক কর্মচারীদের কাছ থেকে দ্রুত এবং আরও দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার জন্য একটি সদিচ্ছা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।