মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আফ্রিকা মহাদেশে মোট মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যানুযায়ী বুধবার (৮ সেপ্টেম্বর) সুবিধাবঞ্চিত মহাদেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬০৫ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭৪১ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪৪১ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৯৫ হাজার জন। এ পর্যন্ত সেরে উঠেছে ৭০ লাখ ২০ হাজার জন। এ পর্যন্ত আফ্রিকা মহাদেশে করোনা টেস্ট করানো হয়েছে ৬৮ লাখ।
ভৌগলিক অঞ্চলভেদে আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকান দেশগুলোতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮ লাখ জন। উত্তর আফ্রিকার দেশগুলোতে মোট আক্রান্ত হয়েছে ২৪ লাখ জন। পূর্ব আফ্রিকার দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৯০০ জন। পশ্চিম আফ্রিকায় ৬ লাখ ১৭ হাজার ৩০০ জন। আর মধ্য আফ্রিকায় ২ লাখ ২২ হাজার ১০০ জন। করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকান অঞ্চলে মারা গেছে ১ লাখ ৪ হাজার ৭০০ জন। উত্তরাঞ্চলে ৬৪ হাজার ৭০০ জন। পূর্বে ১৯ হাজার ১০০ জন, পশ্চিমে ৯ হাজার জন ও মধ্য আফ্রিকায় ৩ হাজার ২০০ জন। এ পর্যন্ত আফ্রিকা মহাদেশের মাত্র ২.৯৩ শতাংশ মানুষকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আর ৪.৮৫ শতাংশ মানুষকে দেওয়া হয়েছে প্রথম ডোজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।