যুক্তরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে মস্কোপন্থী সরকার প্রধান বসানোর ষড়যন্ত্র করার অভিযোগ করেছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর ইউক্রেনে ক্রেমলিনের পছন্দের সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউক্রেনের সাবেক এমপি ইয়েভেন মুরায়েভের নাম উল্লেখ করেছে।
এ ধরনের পদক্ষেপ খুবই ব্যতিক্রমধর্মী। রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার সীমান্তের কাছে এক লাখ সৈন্য মোতায়েন করেছে। মিত্র যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের মন্ত্রীরাও হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ সরকার ইউক্রেনে অনুপ্রবেশ ঘটালে গুরুতর পরিণতির সম্মুখীন হবে।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ‘আজ যে তথ্য প্রকাশ করা হচ্ছে তা ইউক্রেনকে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিত রুশ কার্যকলাপের মাত্রাকেই তুলে ধরে।
ক্রেমলিনের চিন্তাধারার ব্যাপারেও আলোকপাত করে তা।’ বিবৃতিতে লিজ ট্রাস বলেন, ‘রাশিয়াকে অবশ্যই সংযমী হয়ে তার আগ্রাসী ও বিভ্রান্তিমূলক তৎপরতা বন্ধ করতে হবে এবং কূটনীতির পথ অনুসরণ করতে হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।