ইউক্রেন-রুশ যুদ্ধ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে অভিযোগ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেয়ার প্রেক্ষাপট খোঁজার জন্য একটি যুদ্ধকে ব্যবহার করার লক্ষ্য স্থির করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপে ন্যাটো জোট নিয়ে রাশিয়ার উদ্বেগের বিষয়টি উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।’
প্রেসিডেন্ট পুতিনে এসব বক্তব্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সীমান্তে বেশ কিছুদিন ধরে এক লাখ সেনা মোতায়েন ও ট্যাঙ্ক থেকে শুরু করে সামরিক গোলাবারুদ এবং আকাশ থেকে হামলা চালানোর সব উপকরণ প্রস্তুত রেখেছে রাশিয়া।
এতে উদ্বেগ দেখা দিয়েছে যে, যেকোনো সময় ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারেন পুতিন। কিন্তু যুক্তরাষ্ট্র, বৃটেনসহ পশ্চিমাদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।