যুক্তরাষ্ট্রের একটি শপিংমলে গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ইদাহো রাজ্যের একটি শপিংমলে এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
পুলিশ জানায়, ইদাহো রাজ্যে গুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা। গুলির ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার বিকালে ইদাহো রাজ্যের বোইস শহরের বোইস টাউন স্কয়ার মলে।
সংবাদ সম্মেলনে বোইস শহরের পুলিশ প্রধান রায়ান লি বলেন, পুলিশ এখনও হাসপাতাল এবং তদন্তকারীদের সঙ্গে ভুক্তভোগীদের পরিবারকে অবহিত করার জন্য কাজ করছে৷ বোইসের পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ইদাহোর গভর্নর ব্র্যাড লিটল বলেন, গুলির ঘটনায় বোইস পুলিশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য। টুইটে তিনি লেখেন, বোইস টাউন স্কয়ার মলে অবিবেচকের মতো হামলায় যারা আহত হয়েছেন তারা আমার প্রার্থনায় রয়েছেন।এ ঘটনার তদন্তে ইদাহো রাজ্য বোইস পুলিশ বিভাগের পাশে রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।