২০২০ সালে ব্রিটেনের সেরা সুন্দরী লি ক্লাইভকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমোদন বা ভিসা দেয়নি দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ২৯ বছর বয়সী এই সুন্দরীর। আগামী ১৫ জানুয়ারি ৩৫তম বার্ষিক মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হবে, যা বিবাহিত নারীদের জন্য উন্মুক্ত। এতে আরও ৫৭ জন প্রতিযোগী অংশ নেবেন। লি ক্লাইভ মিস যুক্তরাজ্যে নির্বাচিত হলেও তার জন্ম হয়েছিল সিরিয়ার দামাস্কাসে। তার ধারণা, সিরিয়াতে জন্ম বলেই তাকে ভিসা দেওয়া হয়নি। কারণ, তার স্বামী ও মেয়ে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিল। তাদের ঠিকই ভিসা দেওয়া হয়েছ কারণ, তাদের জন্ম হয়েছিল যুক্তরাজ্যে। ২০১৩ সালে যুক্তরাজ্যে আসার পর থেকে, মিসেস ক্লাইভ ইংরেজি বলতে শিখেছেন এবং নারী সমতা এবং শরণার্থীদের অধিকারের জন্য প্রচারণা চালিয়েছেন। তিনি বলেন, আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করি। আমি ব্রিটেনকে প্রতিনিধিত্ব করছি। আমি একজন ব্রিটিশ নাগরিক। তাই কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়া হবে। আমার স্বামী ও মেয়েকে ভিসা দেওয়া হয়েছে। আমারটা প্রত্যাখান করা হয়েছে। তাদের মধ্যে আমার একমাত্র পার্থ্ক্য হলো আমার জন্মস্থ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।