যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফোর্বস এভিনিউ সেতু ভেঙে পড়ে ১০ জন আহত হয়েছেন। আহতদের তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টায় সেতুটি ভেঙে পড়ে। সে সময় সেতুটির ওপরে একটি বাসসহ ছয়টি যানবাহন ছিল।
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের রাস্তাঘাট ও জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি কয়েক ঘণ্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তাঁর।
সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট বাইডেন। পিটসবার্গ শহরের মেয়র এড গেইনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন।
সূত্র: বিবিসি
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।