করোনাভাইরাস থেকে শিশু-কিশোরদের রক্ষায় আবারও যুগান্তকারী সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
বুস্টার ডোজ হিসেবে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ফাইজার ও বায়োএনটেকের টিকা দেওয়া হবে। তবে সেটি নেওয়া যাবে দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে পাঁচ মাস পর। সিডিসি পরিচালক রোচেল ওয়ালেনস্কি বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন,
আমাদের শিশু এবং কিশোর-কিশোরীদের কোভিড-১৯ সংক্রমণ এবং গুরুতর রোগের জটিলতা থেকে রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বুস্টার ডোজ শিশুদের কোভিড-১৯ এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দেবে বলে আশা করা যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।