দীর্ঘ আট ঘণ্টা আলোচনার পর অবশেষে গতকাল বুধবার (২৬ জানুয়ারি) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। সফল এই আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন প্যারিসে ক্রেমলিনের ডেপুটি চিফ অফ স্টাফ দিমিত্রি কোজাক এবং ইউক্রেনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্টের উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের উপদেষ্টারাও আলোচনায় অংশ নিয়েছিলেন।

তারা সকলেই এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ‘মিনস্ক চুক্তি বাস্তবায়নের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়ে মতপার্থক্য সত্ত্বেও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মতি জনাচ্ছি।’ ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির লক্ষ্য ছিল পূর্ব ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা, কিন্তু তা ব্যর্থ হয়।

যাইহোক, তখন চারটি দেশ সম্মত হয়েছিল যে এই চুক্তিটি ভবিষ্যতের যে কোনও বিরোধের সমাধানের ভিত্তি হিসেবে কাজ করবে। দুই সপ্তাহের মধ্যে বার্লিনে নতুন করে আলোচনার শুরু হবে বলে ঘোষণা করেছেন রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি কোজাক।

 

কলমকথা/বি সুলতানা