মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ রোববার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে এ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল কায়রো।
মিশরীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, ইসরাইল যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে।
রোববার স্থানীয় সময় রাত ৮টা থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানান মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ফিলিস্তিনি এক কর্মকর্তা।
তবে ফিলিস্তিনের গাজায় সক্রিয় ইসলামিক জিহাদের মুখপাত্র বা কেউ এমন ঘোষণা দেননি। ইসরাইলের সরকারি কর্তৃপক্ষের কেউও এমন যুদ্ধবিরতির কথা আনুষ্ঠানিকভাবে জানাননি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।