উত্তেজনার শুরু থেকেই যুদ্ধের বিপরীতে ঐক্যের পক্ষে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শেষ রক্ষা হয়নি।দেশটিতে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া।  

হামলার দ্বিতীয় দিনের ভোরের আলো ফুটতেই একের পর এক হামলায় কেঁপে উঠছে ইউক্রেনের সীমান্ত এলাকাগুলো। এই অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘আমরা নিজেরাই ইউক্রেনকে রক্ষা করছি’ উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমের মিত্রদের রুশ হামলা থামাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি জানিয়েছে, জেলেনস্কি বলেছেন পশ্চিমের দেশগুলো মস্কোর ওপর যে অবরোধ দিচ্ছে তা যথেষ্ট নয়।

তিনি বলেন, কোনো দেশ পাশে নেই। বিশ্ব এখনো দূর থেকে দেখছে ইউক্রেনে কী ঘটছে।