এক সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার প্রায় ৯ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। মাইকোলাইভ শহরের দিকে ২০০ থেকে ৩০০ সেনাসহ বেশ কয়েকটি হেলিকপ্টারকে ধ্বংস করা হয়েছে। এ সকল রুশ সেনাদের বয়স ছিল ১৯-২০ বছর। খবর আল জাজিরার ও স্কাই নিউজের। যদিও কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বিষয়টির সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি।

আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এমনটাই দাবি করেন। জেলেনস্কি বলেন, যেখানেই তারা (রাশিয়ানরা) যাবে তাদেরকে ধ্বংস করা হবে। আক্রমণকারীরা ইউক্রেনের জনগণের কাছ থেকে সঠিক জবাব পাবে। এটা ইউক্রেনের জনগণের জন্য দেশপ্রেমমূলক যুদ্ধ।

 

ইউক্রেন প্রেসিডেন্ট আরও বলেন, কোনো অস্ত্র ছাড়া প্রায় খালি হাতে ইউক্রেনের জনগণ তাদের শহর থেকে আক্রমণকারীদের তাড়িয়ে দিয়েছে। আমি এ সাহসী ইউক্রেনীয়দের প্রশংসা করি। আমরা রাশিয়ানদের অপমান করে তাড়াব আমাদের দেশ থেকে।