করোনা মহামারী ও বিভিন্ন সিন্ডিকেট এর কারনে বন্ধ ছিলো মালয়েশিয়ার কলিং ভিসা। মালয়েশিয়া বিভিন্ন সেক্টরের ব্যাপক শ্রমিক চাহিদার ভিত্তিতে নতুন করে কলিং ভিসার উন্মুক্ত করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার।
ইতিমধ্যে বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার বিষয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সরকার। এখন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হলেই শুরু হবে বাংলাদেশ থেকে নতুন কর্মী আনা।
গহ সপ্তাহে দুই দফায় আলোচনা করেছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, মালয়েশিয়া কর্মী প্রেরণের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে আশা করেন। তবে আগামী মাসে এমওইউ খসড়া চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় গত ১৩ অক্টোবর বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব ভার্চুয়াল আলোচনা করেছেন এমওইউ নিয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।