ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩২তম দিন আজ। যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার দেশের বাইরের কার্যক্রম নিয়ে ভুয়া খবর ছড়ালেই ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে বলে এমনই এক নতুন আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৬ মার্চ) এ আইনে স্বাক্ষর করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এদিকে, ইউক্রেনে সেনা অভিযান নিয়েই বৈশ্বিকভাবে চাপের মুখে আছেন পুতিন। অভিযানের মাস পেরোলেও এখনও ইউক্রেনকে বাগে আনতে পারেননি তিনি। বিশ্ব সংবাদমাধ্যমেও পুতিনের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে চলছে সমালোচনা। তার মধ্যেই গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়া ভুয়া তথ্য সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করলেন পুতিন।

এই আইনে বলা হয়েছে বিদেশে কর্মরত রাশিয়ার কোনো সরকারি কর্মকর্তা কিংবা সংস্থার বিরুদ্ধে ভুয়া তথ্য বা খবার ছড়ালে কারাদণ্ড, সাথে অর্থদণ্ডও হতে পারে। আর এই আইনের সর্বোচ্চ সাজা হবে ১৫ বছর।

 

 

কলমকথা/ বিথী