ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

এতে বলা হয়, হামলার পরের ভিডিওগুলোতে মাটিতে বেশ কিছু মরদেহ, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং ক্ষতিগ্রস্ত ভবন দেখা যায়। তবে সেই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক টেলিগ্রাম বার্তায় চ্যানেলে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেন, সামাজিক নেটওয়ার্কগুলো সম্ভবত এইসব ছবিগুলোকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করবে। তবে এসব কোনো স্পর্শকাতর ছবি নয়- এটি ইউক্রেন এবং ইউক্রেনীয়দের বাস্তব জীবন।