বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের শীর্ষ সম্মেলনে গভীর রাতে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সেখানে তিনি চলমান যুদ্ধে রাশিয়ার ধ্বংসযজ্ঞ এবং ইউক্রেনের ক্ষয়ক্ষতির রূপরেখা দেন। একইসঙ্গে ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইউরোপকে ধন্যবাদও জানান তিনি।
এরপরই চরিত্রগত স্পষ্ট ভাষায় ইউরোপীয় নেতাদের সমালোচনাও করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়াকে থামাতে ইউরোপ অনেক দেরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আপনারা (রাশিয়ার বিরুদ্ধে) নিষেধাজ্ঞা প্রয়োগ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু একটু দেরি হয়ে গেছে… (আরও কিছু করার) সুযোগ ছিল।
তিনি আরও বলেন, যদি প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা থাকতো তাহলে হয়তো রাশিয়া যুদ্ধে নামতে পারতো না। তিনি নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনের বিষয়ে বলেন, এটি যদি আগেই অবরুদ্ধ করা হতো, তাহলে ‘রাশিয়া গ্যাস সংকট তৈরি করতে পারতো না’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।