ইউক্রেনে হামলার কারণে এবার রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া থেকে তিনটি জ্বালানি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন।

এটা আমেরিকান লোকজনেরই চাওয়া। এর অর্থ হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব বড় ধাক্কা খেলো। এই পদক্ষেপের ফলে আমরা পুতিনের যুদ্ধের ভর্তুকির অংশ হবো না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষিদ্ধের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের বাদ দিয়ে এককভাবেই নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতা অনেক বেশি। রাশিয়া আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তেল রফতানি নিষিদ্ধ হলে তারা পশ্চিমা বিশ্বে গ্যাস রফতানি বন্ধ করে দেবে।

 

কলমকথা/সাথী