ইউক্রেনে গত মাসের ২৪ তারিখ থেকে রুশ সেনা অভিযানের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। সব বিবেচনা করে গত মাসের ২৫ তারিখ থেকে রাশিয়ার প্রধান পুঁজিবাজার মস্কো এক্সচেঞ্জ বন্ধ রয়েছে।
এর মধ্যে আগামী ১৮ মার্চ পর্যন্ত দেশটির প্রধান পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। গতকাল শনিবার (১২ মার্চ) মস্কো এক্সচেঞ্জ জানিয়েছে, আগামী ১৮ মার্চ পর্যন্ত দেশটির প্রধান পুঁজিবাজার বন্ধ থাকবে। আরও জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকায় রুশ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টির আশঙ্কা আছে।
কেননা, রাশিয়ায় পুঁজিবাজার বন্ধ থাকায় লন্ডন ও নিউইয়র্ক পুঁজিবাজারে রুশ প্রতিষ্ঠানগুলোর দরপতন অব্যাহত রয়েছে। মস্কো এক্সচেঞ্জ গণমাধ্যমকে জানিয়েছে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভিটিবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যাংকের ডেপুটি প্রেসিডেন্ট ভাদিম কুলিক মস্কো এক্সচেঞ্জ সুপারভাইসরি বোর্ড থেকে পদত্যাগ করেছেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্র ভাদিমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে আগামী ১৮ মার্চ পর্যন্ত মস্কো এক্সচেঞ্জ বন্ধ রাখা হবে। একই সময় আন্তর্জাতিক মুদ্রাবাজারও বন্ধ থাকবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের বার্তায় আরও বলা হয়, লেনদেন শুরু বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: রয়টার্স
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।