রাশিয়ার হামলার শঙ্কার মধ্যেই ইউক্রেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিল ইউক্রেনের পার্লামেন্টে পাশ হয়েছে। এতে বলা হয়েছে, জরুরি অবস্থা জারির ফলে নিরাপত্তাবাহিনী জনগণের কাগজপত্র পরীক্ষা করে দেখতে পারবে।
এছাড়া সরকার যদি মনে করে কারফিউ জারি করতে হবে, সে ক্ষেত্রে কারফিউ জারি করতে পারবে। এতে আরও বলা হয়েছে, জরুরি অবস্থা চলাকালে দেশটির সরকার ডিজিটাল ও রেডিও যোগাযোগ পরিষেবা নিয়ন্ত্রণ করতে পারবে।
এ সময় ইউক্রেনের সামরিক বাহিনীর রিজার্ভ সেনারা দেশ ত্যাগ করতে পারবে না। ইউক্রেনের সব অঞ্চলে এই জরুরি অবস্থা সমানভাবে কার্যকর হবে । তবে যে দুটি অঞ্চলকে রাশিয়া স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই দু’টি অঞ্চলে এ নির্দেশ কার্যকর হবে না।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।