-
রাসেল নামে এক বাংলাদেশীকে খোঁজ চেয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশ
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম ) অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীন প্রসিকিউশন মামলার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশ্যে তথ্য প্রদানে সহায়তা করার জন্য মালয়েশিয়ার জনসাধারণকে অনুরোধ করছে ইমিগ্রেশন বিভাগ।
৩১ বছর বয়সী রাসেল যার পাসপোর্ট নাম্বার EE0035516
মামলার নথিঅনুযায়ী শেষ ঠিকানা: বি-৩-৯, গ্লেনভিউ ভিলা, জালান ৪ বন্ধ জালান কুয়ারি তামন পিঙ্গিরান চেরাস, ৫৬১০০চেরাস, ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুর।
রাসেল এর সন্ধান পেলে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ইমিগ্রেশন (টিপিপিআই) মানব বিন পিন, অপারেশন, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টার, পুত্রজায়া ০৩-৮৮৮৮০১৩৩৮ / ১৩৩০ নম্বরে অফিস চলাকালীন সময়ে তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ।
মালয়েশিয়া ইমিগ্রেশন ফেসবুক ভেরিফাই পেজে এ সকল তথ্য জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।