ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৩ কিলোমিটার দূরের পোদিলস্কি জেলায় একটি শপিং সেন্টার এবং বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ছে। রুশ গোলা নিক্ষেপে সেখানে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে।
বিবিসি জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১০:৩০ থেকে ১১টার মধ্যে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেখানকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর আছে কি না, সেই বিষয়টিও বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তবে আজ সোমবার সকালে পোদিলস্কির শপিং সেন্টার দাউ দাউ করে জ্বলার ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
বাণিজ্যিক শহর হলেও এখানে আবাসিক এলাকা রয়েছে। রাশিয়া সেখানকার ঠিক কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চেয়েছিল, সেটিও অজানা।
পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, কিয়েভের দখল নেওয়ার জন্য রুশ বাহিনীর এটি একটি কৌশল। তারা ভারী বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই লড়াইয়ে রাশিয়ার জন্য সবচেয়ে বড় পুরস্কার হয়ে দাঁড়িয়েছে কিয়েভ। রুশ সামরিক বাহিনী চরম হতাশার মধ্যে কিয়েভের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।