পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে তোপের মুখে পড়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই বার্তার মাঝে ‘নির্লজ্জ’ এবং ‘আত্মকেন্দ্রিক’ সুর খুঁজে পেয়েছে স্পোর্টস বাইবেল।

এছাড়া, রোনালদোর পোস্টটিকে ‘উদ্ভট’ বলে অভিহিত করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল। নতুন বছরকে টার্নিং পয়েন্ট করার কথা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এক স্বাগত বার্তায় এই কথা জানান সিআরসেভেন। বিদায়ী বছরে ৪৭ গোল করলেও এটি মোটেও সহজ ছিল না বলে জানান তিনি। পোস্টটির মাঝে সিরি আ’ এবং ইউরোর টপ স্কোরার হওয়ার কথা প্রকাশ করেন এই পর্তুগীজ সুপারস্টার। এসবেরই বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় ইন্টারনেটে।

একজন টুইটে লিখেছেন, ২০২১ বেশ কঠিন বছর ছিল। তবে এর মাঝেও অন্তত রোনালদোর ৪৭টি গোল তো ছিল! ম্যাট স্মিথ নামের এক ব্যক্তি টুইটে লিখেছেন, গত রাতে আমার স্ত্রীকে বলছিলাম, রোনালদো যদি সব কম্পিটিশন মিলিয়ে ৪৭ টি গোল না করতেন তাহলে যে কী হতো আমার!