উড়ন্তু বিমানে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। সংবাদমাধ্যম সিএনএন ও এনবিসিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরগামী যুক্তরাজ্যগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। গ্রেফতার করা ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হলেও তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত চলছে।

এদিকে, দেশটির মেট্রোপলিটন পুলিশ বুধবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেছে, গত ৩১ জানুয়ারি সকালে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তাদের জানায়।

এরপর কর্তব্যরত পুলিশ সদস্যেরা ফ্লাইটটি অবতরণের সঙ্গে সঙ্গে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৪০) গ্রেফতার করে। পরে তাঁকে নজরদারি ও তদন্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়।

 

কলমকথা/বি সুলতানা