যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি গাড়ির কারণে ছয়টি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘনার শিকার হয়েছে। এই দুর্ঘটনায় জনের ৯ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আরও ৬ জন।

দেশটির স্থানীয় পুলিশের দাবি, একটি গাড়ি সিগনাল অমান্য করে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের উত্তরাঞ্চলে দ্রুত গতিতে চলে আসা একটি গাড়ির কারণে ছয়টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

এতে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। নর্থ পাব্লিক অফিসার অ্যালেকজান্ডর কিউভাস বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ছুটে আসি। আহতদের হাসপাতালে নেওয়া হয়। দ্রুত গতিতে চলে আসা গাড়িটির চালকও নিহত হয়েছেন।

 

কলমকথা/বি সুলতানা