ভূমধ্যসাগরের লেবানন উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর অন্তত ২৩২ অভিবাসীকে উদ্ধার করেছে লেবাননের নৌবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সংবাদমাধ্যম জানায়, ডুবে যাওয়া নৌকাটি লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন ভূখণ্ড থেকে ২ শতাধিক অভিবাসীকে সাগর পথে ইউরোপ নিয়ে যাচ্ছিল।
নৌকাটি অবৈধভাবে লেবাননের আঞ্চলিক জলসীমা অতিক্রম করার চেষ্টা করছিল বলে জানানো হয়। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নৌকাটিতে করে অবৈধভাবে আঞ্চলিক জলসীমা অতিক্রম করার চেষ্টা করেছিলেন শরণার্থীরা।
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর কয়েকটি জাহাজের সাহায্যে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ডুবে যাওয়াদের উদ্ধার করা হয়। তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।