ইউক্রেনের সঙ্কট সমাধানের স্বার্থে তার প্রচেষ্টার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তুরস্কের পার্লামেন্টের স্পিকার মুস্তফা সেন্টপ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার নামে প্রচেষ্টার জন্য আমি প্রেসিডেন্ট এরদোগানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। এটি আমার নিজস্ব আবেদন। অন্যান্য দেশ থেকেও আবেদন থাকবে।’

প্রসঙ্গত, তুরস্কের মতো মুসলিম বিশ্বেও এরদোগানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার নেতৃত্বে সিরিয়া ও লিবিয়াতে শান্তি স্থাপনের চেষ্টা চলছে।

ইউক্রেনের বন্দর থেকে খাদ্যশস্যবাহী জাহাজ চলাচলের জন্য তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি চুক্তিতে মধ্যস্থতা করেন। সূত্র: তাস।