বহুতল ভবনের দশ তলার বারান্দা থেকে এক মা তার ছেলে সন্তানকে শাড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছেন। একটু পরেই আবার শিশুটিকে ওপরে টেনে তোলা হয়। এই ভয়ঙ্কর ঘটনা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, এমন ঘটনা ঘটেছে ভারতের ফরিদাবাদের সেক্টর ৮২ এর ফ্লোরিডা সোসাইটিতে। ওই মহিলা ভবনের ১০ তলায় থাকেন।

তার কোনো একটি কাপড় ৯ তলায় পড়ে গিয়েছিল। আর সেই সময় ৯ তলার ওই ফ্ল্যাটে তালা দেওয়া ছিল। তাই কাপড় তুলতে মহিলা নিজের ছেলেকে শাড়ি দিয়ে বেঁধে নিচে ঝুলিয়ে দেন। ওই সোসাইটির বাসিন্দা পরভিন সারস্বত জানান, ঘটনাটি ঘটেছে ৬ বা ৭ ফেব্রুয়ারি।

তিনি কাপড়টি নেওয়ার জন্য কারও সঙ্গে কোনও যোগাযোগ করেননি এবং নিজেই ওই সিদ্ধান্ত নিয়েছেন। তার সেই সিদ্ধান্ত ভয়ঙ্কর হতে পারত। এই ঘটনায় ওই মহিলাকে নোটিশ দেওয়া হয়েছে সোসাইটির পক্ষ থেকে। ওই মহিলা তার এমন কাজের জন্য ভুল স্বীকার করেছেন।

 

কলমকথা/সাথী