চরম অর্থনৈতিক ধসের কারণে শ্রীলঙ্কায় জ্বালানি তেল ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। এতে দেশটির জন সাধারণের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে ৷
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কলম্বোয় সেনা মোতায়েন করেছে রাজাপাকসে সরকার৷ জানা গেছে, দেশটিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় জ্বালানি ঘাটতির কারণে লাইনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার লোককে সামলাতে এবং জ্বালানি বিতরণে সহায়তা করার জন্য গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) কয়েকশ’ রাষ্ট্র পরিচালিত পেট্রল স্টেশনে সৈন্য মোতায়েন করতে বাধ্য হয়েছে দেশটির সরকার।
এদিকে, দেশটিতে পেট্রোল পাম্প এবং কেরোসিন সরবরাহ পয়েন্টের কাছে দীর্ঘ লাইনে অপেক্ষা করার সময় তিনজন বয়স্ক লোক মারা যাওয়ার পর, সেনা মোতায়েন করার সিদ্ধান্তটি নেয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। সরকারের মুখপাত্র রমেশ পাথিরানা বলেছেন, ‘জনগণকে সাহায্য করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তাদের মানবাধিকার খর্ব করার জন্য নয়’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।