সংঘাতের মধ্যেই ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।

ইউনিসেফের এক মুখপাত্রের বরাত দিয়ে শুক্রবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লাভিভ থেকে জো ইংলিশ নামের এই মুখপাত্র বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্নবিচ্ছিন্ন।

এসব শিশুদের জরুরিভিত্তিতে সুরক্ষা দরকার। এদিকে, ইউক্রেনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক।