আগামী ৮ই নভেম্বর জাতীয় নিরাপত্তা বিষয়ক পার্লামেন্টারি কমিটির (পিসিএনএস) মিটিংয়ে জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমপিদের সামনে ব্রিফ করবে পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনী।

জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার বুধবার এ বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন। জানানো হয়, ব্রিফিং হবে ইন-ক্যামেরা বা ক্যামেরার উপস্থিতিতে। এতে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

মিটিং হবে স্থানীয় সময় সকাল ১১ টায় জাতীয় পরিষদের প্রধান হলে। এরই মধ্যে কমপক্ষে ৮০ জনের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে আছেন জাতীয় পরিষদের সদস্য, সিনেটর, কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের সদস্যরা, চারটি প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী এবং জম্মু-কাশ্মীরের প্রধানমন্ত্রীকে।

মিটিংয়ে যোগ দেয়ার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তবে প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) বলেছে, দলের ভিতরে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।