ছবিও কথা বলে। এমন অনেক ছবি রয়েছে যা মুখের ভাষায় প্রকাশ করার চেয়েও মানুষের মনকে বেশি মুগ্ধ ও আলোড়িত করতে পারে।

২০২১ সালের এমনি কিছু নজরকাড়া ছবি যা বিশ্বের মানুষের হৃদয় ও নজর কেড়েছে ব্যাপকভাবে। আলোড়ন সৃষ্টিও করেছে পৃথিবীজুড়ে।