ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করতে পদক বিক্রির ঘোষণা দিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী এবং রাশিয়ার নাভায়া গেজেটা পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ।

মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসির ও সিএনএনের।একটি বিবৃতিতে রাশিয়ার নাভায়া গেজেট পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ বলেন, আমি ইউক্রেনের শরণার্থীদের জন্য তহবিল গঠন করছি এবং এই উদ্দেশে ২০২১ সালে প্রাপ্ত নোবেল পুরস্কারের পদক বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিক্রির টাকা তহবিলে যোগ করা হবে।

তিনি বলেন, আমি নিলামকারী সংস্থাদের বিশ্বের জনপ্রিয় এই পুরস্কার নিলামে তোলার ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছিI একই সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বানও জানান মুরাতভ।

২০২১ সালের ৮ অক্টোবর ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসার সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন রুশ সাংবাদিক ও নাভায়া গেজেটা পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ।

 

কলমকথা / সাথী