‘ভুয়া সংবাদ’ পরিবেশন করলেই যে কাউকে জেলহাজতে পুরে দেয়ার রাশিয়া নতুন আইন পাস করেছে। এমন পরিস্থিতিতে রাশিয়া অস্থায়ীভাবে থেকে সাংবাদিকদের প্রত্যাহার করে নিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসি পরিচালক টিম ডেবি বলেন, মুক্ত সাংবাদিকতাকে অপরাধী করে তোলার প্রয়াসই করছে রাশিয়া। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সাংবাদিক ও অন্যান্য কর্মীদের সরিয়ে নিয়ে আসা ছাড়া আমাদের আর কিছু করার নাই। রাশান ফেডারেশন যে নতুন পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা পর্যবেক্ষণ করছিলাম।
আমাদের কর্মীদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি। আমরা চাই না, কেবল সাংবাদিকতা করতে গিয়ে তারা অপরাধী হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে পড়ুক। আমি তাদের সাহস, পেশাদারিত্ব ও অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধা জানাই। সাংবাদিকদের সরিয়ে নেওয়ার পরও বিবিসি যুদ্ধের যথাযথ খবর পাঠককে পৌঁছে দেবে বলে জানিয়েছে।
তিনি আরও বলেন, আমরা সঠিক তথ্যই পাঠককে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধ পরিকর। লাখো রুশ নাগরিক বিবিসি ফলো করছেন। ইউক্রেনে থাকা আমাদের সাংবাদিক ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য সাংবাদিকরা ইউক্রেন যুদ্ধের সবশেষ খবর আপনাদের পৌঁছে দেবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।