সেরামবাং সিটি করপোরেশনের কড়া হুশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানে উপর / ৪ প্রতিষ্ঠান বন্ধ

অভিযান শুরু করেছে মালয়েশিয়ার সিরামবাং সিটি করপোরেশন। সেবারাং পেরাই সিটি কাউন্সিল তামান পেলাঙ্গি সিটি করপোরেশন এলাকার আশেপাশে অনেক দিন ধরে নজরদারি করে আসছে সিরামবাং সিটি করপোরেশন।

১ সেপ্টেম্বর সকাল থেকে এসপিটি এবং এমবিএসপি প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে বিশেষ করে বিদেশী নাগরিকদের দ্বারা পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠান, খুচরা দোকানের চারটি (৪) ইউনিট বন্ধ করেছে। মালয়েশিয়ার সিটি করপোরেশন এর আইন বহির্ভূত হওয়া দোকান গুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান সিটি করপোরেশন।

যৌথ অভিযানের সমন্বয় অভিযানে স্থানীয় নাগরিক সহ বিদেশি নাগরিকদের একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

এটি বিশেষ ভাবে নজর দেওয়া হয় যে বিদেশী নাগরিকদের অনুমতি ছাড়া কোন ব্যবসা পরিচালনা করার অনুমতি দেওয়া হয় না এবং এটিও মনে করিয়ে দেওয়া হয় যে স্থানীয় লাইসেন্সধারীদের বিদেশী নাগরিকদের দ্বারা ব্যবসায়িক কার্যক্রমকে সমর্থন করার জন্য তাদের নামে লাইসেন্স ব্যবহার করার অনুমতি নেই। এমবি এসপি এনফোর্সমেন্ট অপারেশন চালিয়ে যাবে এবং কোন ধরনের ছাড় নাদিয়ে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিরামবাং সিটি করপোরেশন।