সিরিয়ার পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় সন্ত্রাসী হামলায় ১৩ সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৬ মার্চ) দুপুরে সামরিক বাসে সন্ত্রাসী হামলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন সেনা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, জঙ্গিরা পালমিরা অঞ্চলে সামরিক বাসে হামলায় বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনার আর কোনো তথ্য পাওয়া যায়নি এবং কেউ এই হামলার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, সিরিয়ার কর্তৃপক্ষ এ ধরণের হামলার পিছনে দক্ষিণ ও মধ্য সিরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেট আইএস জঙ্গিদের দায়ী করে আসছে।
গত জানুয়ারিতে, আইএস জঙ্গিরা একই এলাকায় ভ্রমণকারী একটি বাসে রকেট এবং একটি বিমান বিধ্বংসী বন্দুক নিক্ষেপ করে, এতে পাঁচ সেনা নিহত হয়।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।