সিরিয়ার একটি কারাগারে ইসলামিক স্টেটের সদস্যরা (আইএস) হামলা চালিয়েছে। হামলায় কুর্দি বাহিনীর ১৮ জন নিহত হয়েছেন। সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা `দ্যা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস’কে উদ্ধৃত করে এএফপি এই খবর প্রকাশ করেছে।
খবরে বলা বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ঘাওয়ারান কারাগারে ইসলামি স্টেটের সদস্যরা হামলা চালায়। এই কারাগারে হাজার হাজার আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে।
হামলায় ১৮ কুর্দি যোদ্ধা নিহতের পাশাপাশি ১৬ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটিশভিত্তিক যুদ্ধ মনিটরি সংস্থা এই হামলাকে ২০১৯ সালের পর সব থেকে বড় হামলা বলে উল্লেখ করেছে।
২০১৯ সালে আইএস ঘোষিত তথাকথিত ‘ইসলামিক খেলাফত’কে পরাজিত ঘোষণা করা হয়। ঘাওয়ারান কারাগারটি উত্তরপূর্ব সিরিয়ার হাসাকেহ শহরে অবস্থিত। এই কারাগারে সন্দেহভাজন ৩৫০০ আইএস যোদ্ধাকে বন্দি রাখা হয়েছে। বন্দিদের মধ্যে অনেক আইএস নেতাও রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।