সিরিয়ার বাশার আল আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার সেনাবাহিনী গত দুই বছরে দেশটির ১৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। রোববার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস এ তথ্য জানায়।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, হোয়াইট হেলমেটস উত্তর-পশ্চিম সিরিয়ায় আসাদ ও তার মিত্র দেশ রাশিয়ার বাহিনী ১৩৫টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

এর মধ্যে ৮৯ হামলা হয়েছে ২০১৯ সালে, ২০২০ সালে হয়েছে ৪০টি হামলা এবং চলতি বছর পাঁচটির বেশি প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

ইদলিবপ্রদেশ নিয়ে তুরস্ক ও রাশিয়ার মধ্যে চুক্তি সত্ত্বেও সে অঞ্চলে আসাদ সরকারের বাহিনী ও তার মিত্ররা অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রদেশে অন্তত ৩০ লাখ মানুষ বসবাস করেন। যার দুই-তৃতীয়াংশ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পালিয়ে আসা।