যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যা করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

শুক্রবার এই ড্রোন হামলা চালানো হয়, বলেছেন কমান্ডের এক মুখপাত্র। “আল কায়েদার এই জ্যেষ্ঠ নেতাকে হত্যার ফলে বিশ্বজুড়ে মার্কিন নাগরিক, আমাদের অংশীদার ও নিরীহ বেসামরিকদের ওপর নতুন হামলার ষড়যন্ত্র ও তা কার্যকরে সন্ত্রাসী গোষ্ঠীটির সক্ষমতা কমে আসবে,” লিখিত বিবৃতিতে মেজর জন রিগসবি এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের এক সেনা চৌকি আক্রান্ত হওয়ার দুইদিন পর এই ড্রোন হামলা হল; তবে চৌকিতে হামলার পাল্টায় এই ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা খোলাসা করেননি রিগসবি।

সিরিয়ার কোথায় এই ড্রোন হামলা চালানো হয়েছে, তাও বলেননি সেন্ট্রাল কমান্ডের এই মুখপাত্র। হামলায় আর কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সেপ্টেম্বরে বিদ্রোহী অধ্যুষিত সিরিয়ার উত্তরপশ্চিমে এক হামলায় আল কায়েদার আরেক জ্যেষ্ঠ নেতা সেলিম আবু আহমেদকে হত্যার দাবি করেছিল পেন্টাগন।