আসছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেই আগাতে চায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি এসএমএস বার্তায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে এমন কথাই জানিয়েছেন। মমতা বলেছেন, একুশের তিক্ততা ভুলে বাইশে সমবেতভাবে লড়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত।
সোনিয়ার দিক থেকে এই বার্তার কোনো জবাব আসেনি এখনও। জানা গেছে, রাহুল গান্ধী তৃণমূলের সঙ্গে যাওয়ার বিরোধী। রাহুল ক্যাম্পের প্রবীণ নেতা পি চিদাম্বরমের কথায় সেই ইঙ্গিতও মিলেছে। কংগ্রেসের মনোভাব জানার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন,
কংগ্রেসকে একটি ভোট মানেই বিজেপিকে একটি ভোট দেয়া। প্রবীণ নেতা চিদাম্বরমের কথা শুনে বোঝা যাচ্ছে, কংগ্রেস বিজেপির হয়েই খেলছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, তৃণমূলের অবস্থা এখন অনেকটা গাঁয়ে মানে না আপনি মোড়লের মতো হয়েছে। নিজেরাই বলছেন আবার নিজেরাই পাল্টা বলছেন। দলের কোনো ওজন নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।